Categories
Go Back
Dhristi Prodeep
Author: Bibhutibhushan Bandyopadhyay

Publisher: Dey Publisher's
ISBN: 9780439841194
Pages: 128
Add to Booklist
Bookmark and Share
“ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”
মানিকবাবু বেশ ঠোঁটকাটা স্বরে কথাটা বলেছেন। দৃষ্টি-প্রদীপ উপন্যাসেও বারংবার কথাটার সত্যতা প্রমাণিত হয়েছে। পক্ষপাতদুষ্ট বটতলার গোসাঁই তাই গৃহস্থ জমিদারে কাছে ভোগ পেয়ে এদের বড়মানুষ ক’রে দিয়েচে, লক্ষ গরীব লোককে মেরে––জ্যাঠামশায়দের গৃহ-দেবতা যেমন তাদের বড় ক’রে রেখেছিল, জিতুর মাকে, সীতাকে ও ভুবনের মাকে করেছিল ওদের ক্রীতদাসী।

বৈরাগ্যমুখী মানুষগুলোর জন্য সংসার বড় কষ্টের জায়গা। অথচ চাইলেও বাঁধন ছিঁড়ে পালিয়ে যাওয়ার উপায় নেই। জিতু বারবার গৃহত্যাগী হতে গিয়েও সংসারের মায়ায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে।

বিভূতিবাবুর লেখনী নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতই ভাবিয়ে তোলে। দৃষ্টি-প্রদীপ উপন্যাসেও এর ব্যত্যয় ঘটেনি। চির পুরানো সংসার আর ধর্মকে নতুন দৃষ্টিতে দেখার আর ভাবার নির্দেশনা দিয়েছে।