Mahabharat Niti Aniti Durniti
চলমান সমাজ কখনও সম্পূর্ণ সাধু এবং সৎ হতে পারে না। ধর্ম কখনও অধর্মের রূপ ধারণ করে। আবার কখনও অধর্ম ধর্মের রূপ ধারণ করে। ঘটনা পরম্পরার ওপর নির্ভর করে নীতি ও অনীতি। বিশেষ পরিস্থিতির প্রয়োজনে পুর্বাপরিভূত ব্যাপারগুলি বিচার বিবেচনা করে নীতির কাঠিন্যের পরিহারে ব্যক্তি-জীবনে বৃহত্তারের শ্রেয় সাধন ঘটে। মানুষের জীবন-নীতির প্রসন্নতা লাভ হয়। সেই নীতি শাস্ত্রীয় শব্দপাঠের প্রমাণে প্রতিষ্ঠা করা যায় না। সেই নীতি প্রতিষ্ঠা হয় মহাকাব্যিক চেতনায়। এই গ্রন্থ সেই মহাভারতীয় নৈতিকতার পরিপ্রেক্ষিত মাত্র।
item weight 1kg
item weight 1kg
Top rated books in this category