Gantabya Ekhono Ek Sabhyata Deri
Manufactured Orphan. বাংলা করলে যার মানে দাঁড়ায় ‘তৈরি করা অনাথ’। ভারতবর্ষের মত তৃতীয় বিশ্বের দেশ থেকে এভাবেই পাচার হয় দুঃস্থ শিশুরা, মোটা ডলারের বিনিময়ে কিছু অনাথ আশ্রম বা দত্তক দেওয়ার এজেন্সিরা তাদের বিক্রি করে দেয় বিদেশী নিঃসন্তান দম্পতিদের কাছে। এই অবৈধ Inter Country Adoption এ নাম জড়িয়েছে দেশের তাবড় তাবড় সেবাপ্রতিষ্ঠানের। দেবারতি মুখোপাধ্যায়ের রুদ্র প্রিয়ম সিরিজের নতুন উপন্যাস ‘গন্তব্য এখনো এক সভ্যতা দেরি’র পটভূমি পশ্চিম ভারতের গোয়া। সেই গোয়া, যেখানে পাঁচশো বছর আগে ইনকুইজিশনে পুড়ে মরেছিল হাজার হাজার নিরপরাধ মানুষ। কি সম্পর্ক ইনকুইজিশনের সঙ্গে আজকের গোয়ার? ধর্মীয় সংকীর্ণতার সঙ্গে হিংস্রতা যখন মিশে যায়, তখনই জন্ম নেয় বাসের অযোগ্য বিশ্বের। ধ্বংসলীলা চলে অবিরাম। বাংলা ভাষায় প্রথম এই বিষয়ের ওপর বিরাট ক্যানভাসের উপন্যাস প্রকাশিত হবে ১০ই ডিসেম্বর।
Top rated books in this category