Bhalobasa Prithibi Ishwarc
শিবরাম বা তার নিজের ভাষায় শিব্রাম চক্রবর্তীর আত্মজীবনী বা স্মৃতিকথা যাই বলি না কেন তার দ্বিতীয় কিস্তি এটি। প্রথম পর্বের মতোই অকপট, সেরকমই শিবরাম এর সিগনেচার স্টাইলের লেখনী। এ পর্বেও শুরুতে ধোঁয়াশা আর ধীরে ধীরে ভালো লাগা কাজ করেছে। আগের পর্বে যেমন ছিল রিনি এ পর্বে তেমনি লালি। রামকেষ্ট, দারু আর লেখক বন্ধু অচিন্ত্য, বিভূতি ভূষণ, বুদ্ধদেবকে নিয়ে লেখা স্মৃতি গুলো দারুণ লেগেছে। এক পাগলাটে, বৈচিত্রময় জীবনের স্মৃতিকথা এটি যার বর্ণনায় ধারাবাহিকতা নেই একেবারেই, তবু দারুণ উপভোগ্য।
Top rated books in this category