Biyog Porbo
আমার বোন দেবযানী (শম্পা) ত্রিপুরা বেড়াতে গিয়ে, বিলোনিয়ার বর্ডার পেরিয়ে [সীমান্তরক্ষীদের হাসিমুখ সাক্ষী] ফেনীর মাটি সযত্ন তুলবে হাতে। ফিরে এসে সেই মাটি সে যখন তুলে দেবে বাবার দুই হাতে, বাবার ঈষৎ হাসি। কিছুটা উদাসীন। ওই হাসির নির্লিপ্ত রূপ আর মানচিত্রের মাঝেই শীতবৈকালের একলা শামুকখোলের মতো বসে থাকবে স্তব্ধতার আখ্যান। আমি দেশ-ছাড়া বাস্তু-খোয়ানো ভাঙাচোরা এক পরিবারের তৃতীয় প্রজন্ম। স্বাধীনতা ও দেশভাগের প্রায় দশ বছর পরে যে পরিবার পূর্ব পাকিস্তান ছেড়ে এসেছিল এইপারের ভূখণ্ডে। নিঃস্ব। নিরালম্ব। ছুঁড়ে দিয়েছিল নিজেদের জীবন অনিশ্চয়তার অলাতচক্রে। তৃতীয় প্রজন্মও সেই অনিশ্চয়তার অভিঘাত থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না, এমনই ছিল সেই কালান্তক উদ্বাসন। নিজের জীবন আর ধুলোবালিখেলা আমায় নিয়তি-নির্দিষ্ট করেছে, এই আখ্যান আমায় লিখতে হবে।
শেষ হল সেই আখ্যান। নামকরণ করলাম – বিয়োগপর্ব । এপারের বাংলা উপন্যাসে অপেক্ষাকৃত কম আলোচিত পূর্ব পাকিস্তানের প্রথম দশ বছর নিয়ে এই আখ্যান। সময় ও পরিসরের নব্য কোনও ক্রোনোটোপ আবিষ্কৃত হল কিনা, বলবেন পাঠক।
শেষ হল সেই আখ্যান। নামকরণ করলাম – বিয়োগপর্ব । এপারের বাংলা উপন্যাসে অপেক্ষাকৃত কম আলোচিত পূর্ব পাকিস্তানের প্রথম দশ বছর নিয়ে এই আখ্যান। সময় ও পরিসরের নব্য কোনও ক্রোনোটোপ আবিষ্কৃত হল কিনা, বলবেন পাঠক।
Top rated books in this category